বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা জননেত্রেী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কর্মসূচি

বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা জননেত্রেী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কর্মসূচি

বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এর ৭২তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ‘জননেত্রী শেখ হাসিনা ও মানবতা’ শীর্ষক আলোচনাসভা ও ‘মানবতার জননী শেখ হাসিনা’ বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২৮ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে (৩য় তলায়) অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয় সংসদ এর মাননীয় চীফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপি।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাননীয় সংসদ সদস্য কবি কাজী রোজী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল্লাহ সিকদার, বাংলাদেশ কৃষি ব্যাংক এর চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা ও বাংলাদেশ ছাত্র লীগ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি বাহাদুর বেপারী। এছাড়াও দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ আলোচনায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা, কবিতা পাঠ প্রভৃতি কর্মসূচি পালিত হবে। অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ছাড়াও সমমনা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন