বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, দেশের টেকসই উন্নয়ন-অগ্রগতির জন্যে ডেল্টা প্ল্যান এর গুরুত্ব অপরিসীম। এই পরিকল্পনা বাস্তবায়নের ফলে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনসহ মানুষের সমঅধিকার ও মানবাধিকার সুনিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরো বলেন, এই পরিকল্পনা ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ। ইতিপূর্বে পৃথিবীর কোথাও এতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়নি, বাংলাদেশে এটি প্রথম। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে এই পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন আবশ্যক। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ও তার মনোনীতদের ভোট প্রদান করে জয়যুক্ত করার আহ্বান জানান। জাতীয় গণতান্ত্রিক লীগ ও বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন সংসদের যৌথ উদ্যোগে ২০ সেপ্টেম্বর সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে ডেল্টা প্ল্যান গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় গণতান্ত্রিক লীগ এর সভাপতি এম এ জলিল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন সংসদ এর সভাপতি শেখ আব্দুর রাজ্জাক শাকিল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ বাচ্চু মিয়া, জাসদ নেতা হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা আ.স.ম মোস্তফা কামাল, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সদস্য ইদ্রিস আহমেদ মল্লিক, ধর্ম বিষয়ক সদস্য শেখ মোহাম্মদ আলী, মানবাধিকার নেতা মোঃ মাহবুবুর রহমান, জাতীয় গণতান্ত্রিক লীগ এর সহ-সভাপতি সরদার মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সমির রঞ্জন দাস, দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।