জাতীয় পার্টি (জেপি) এর নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে সকল পেশা শ্রেণির মানুষকে একিভুত করে সবাইকে সাথে নিয়ে জনজাগরণ গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে আবারো শেখ হাসিনার নেতৃত্বকে জয়লাভ করার জন্য আগামী নির্বাচন অতি গুরুত্বপূর্ণ। পরাজিত শক্তির বিরুদ্ধে সচেষ্ট হয়ে আবারো সকলকে সংগঠিত করতে হবে। তিনি আজ বিকেলে ঢাকার তোপখানা রোডস্থ মেহেরবা প্লাজা বিএনএ মিলনায়তনে ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশন আয়োজিত ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা ও সাংবাদিকদেরকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি লায়ন সালাম মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। বঙ্গবন্ধুর আদর্শ চর্চা বাড়াতে হবে, তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ সর্বস্তরে বাস্তবায়ন করতে সকলকে সচেষ্ট থাকতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণ আজাদী লীগ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ সরওয়ার হোসাইন, তৃণমূল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ আক্কাস আলী খান, প্রগতিশীল ন্যাপ এর সভাপতি হামিদুর রেজা খান পরশ ভাসানী, তৃণমূল জাতীয় যুব দলের সভাপতি শেখ ওসমান গনি বেলাল, জাতীয় গণতান্ত্রিক লীগ এর সভাপতি এম এ জলিল, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সভাপতি মোঃ আশরাফ আলী হাওলাদার, ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ এর সভাপতি অধ্যক্ষ এনামুল নাসির, তৃণমূল বিএনপির দপ্তর সম্পাদক ডাঃ রোকসানা আমিন সুরমা, বঙ্গ পার্টির চেয়ারম্যান সৈয়দ মামুন সিরাজী মায়ারাজ প্রমুখ।