সামাজিক বনায়নের গুরুত্ব অপরিসীম …লায়ন মোঃ গনি মিয়া বাবুল

সামাজিক বনায়নের গুরুত্ব অপরিসীম …লায়ন মোঃ গনি মিয়া বাবুল

জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে সামাজিক বনায়নের গুরুত্ব অপরিসীম। দারিদ্র বিমোচনে বনায়নে যথেষ্ট অবদান রয়েছে। তিনি প্রত্যেককে একটি ফলজ, একটি ভেষজ ও একটি বৃক্ষের চারা রোপন করার আহ্বান জানান। জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর মহানগর শাখার উদ্যোগে ১১ আগস্ট বিকেলে গাজীপুর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত ‘পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনাসভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও গাছের ভূমিকা ব্যাপক। বেকার যুবসমাজ সামাজিক বনায়নের মাধ্যমে স্বকর্মসংস্থানসহ দেশ-জাতির উন্নয়নে অবদান রাখতে পারে। তিনি কৃষিশিল্প বিকাশে আরো অধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্যে সরকারের কাছে আহ্বান জানান। সংগঠনের গাজীপুর মহানগর শাখার সভাপতি লায়ন মোঃ আব্দুল মজিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ডিবিসি নিউজ চ্যানেল এর পরিচালক মোঃ সালাউদ্দিন চৌধুরী, গাজীপুর জজ কোর্ট এর অতিরিক্ত জিপি এড. দেওয়ান আবুল কাশেম, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোহর আলী প্রমুখ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন