তাজউদ্দীন আহমদ ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক-বাহক ……লায়ন মোঃ গনি মিয়া বাবুল

তাজউদ্দীন আহমদ ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক-বাহক ……লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক-বাহক। তিনি মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আদর্শ থেকে শক্তি সঞ্চার করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ও মহান মুক্তিযুদ্ধের প্রেরণা। তাজউদ্দীন আহমদ বঙ্গবন্ধুর এই প্রেরণাকে প্রবাহিত করেছিলেন সুনির্দিষ্ট পথে, মহান মুক্তিযুদ্ধে তার রাজনৈতিক দুরদর্শিতা, দক্ষতা, বলিষ্ঠ নেতৃত্ব ও তিনি বঙ্গবন্ধুর অত্যন্ত অনুগত থাকার কারণে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা অর্জন করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তাজউদ্দীন আহমদ এর গুণাবলী ও আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে প্রবাহিত ও সঞ্চারিত করতে হবে। তিনি পাঠ্যপুস্তকে তাজউদ্দীন আহমদ এর জীবনীমূলক লেখা অধিক অন্তর্ভূক্ত করার আহ্বান জানান।
তাজউদ্দীন আহমদ এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ এর উদ্যোগে ২৩ জুলাই সকালে ঢাকার তোপখানা রোডস্থ বিএনএ কনফারেন্স হলে আয়োজিত আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (জেপি)’র নির্বাহী সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তৃণমূল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান ও গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের  চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন