লায়ন মোঃ গনি মিয়া বাবুল ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদকে ভূষিত

লায়ন মোঃ গনি মিয়া বাবুল ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদকে ভূষিত

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক-২০১৮’ এ ভূষিত হয়েছেন। বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে ১৭ জুলাই বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া আনুষ্ঠানিকভাবে তাকে এই পদক প্রদান করেন। সংগঠনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা গাজী খন্দকার ফজলুল হক ভাসানী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
উল্লেখ্য লায়ন মোঃ গনি মিয়া বাবুল দীর্ঘদিন যাবত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে আসছেন। তার নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে তিনি মসজিদ,মাদ্রাসা, স্কুল, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। ইতিমধ্যে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ পদকসহ শতাধিক সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। তিনি উক্ত পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হেমন্ত

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল