বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে প্রত্যেক ভোটার ও রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করা অবশ্য কর্তব্য। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে রাজনীতিবিদদের ইতিবাচক ভূমিকা অপরিহার্য। জনগণ রাষ্ট্রের মালিক, জনগণের শাসন ব্যবস্থা নিশ্চিত করতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে এই আদর্শে বিশ^াসী যোগ্য ব্যক্তিদের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করে জয়যুক্ত করতে হবে। তিনি আরো বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও সংরক্ষণের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীকে জয়যুক্ত করতে সকলকে সচেষ্ট থাকার জন্যে তিনি আহ্বান জানান।
কৃষক শ্রমিক পর্টি-কেএসপি এর উদ্যোগে ১২ জুলাই বিকেলে ঢাকার তোপখানা রোডস্থ বিএনএ কনফারেন্স হলে আয়োজিত ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন: রাজনীতিবিদদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। কেএসপি’র সভাপতি লায়ন সালাম মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি’র (জেপি) নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক লীগ’র সভাপতি এম.এ জলিল, বাংলাদেশ স্বাধীনতা পার্টির চেয়ারম্যান ডাঃ স¤্রাট জুয়েল চিশতী, বিএলডিপি’র কো-চেয়ারম্যান আলহাজ¦ সোহরাব উদ্দিন, তৃণমূল বিএনপি’র সিনিয়র যুগ্ম- মহাসচিব মোঃ আককাস আলী খান, বঙ্গটিভি’র চেয়ারম্যান সৈয়দ মামুন সিরাজী মায়ারাজ, কেএসপি’র সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বশির।