মা শুধু চায় সন্তানের সুখ-শান্তি ……লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মা শুধু চায় সন্তানের সুখ-শান্তি ……লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মা শুধু চায় সন্তানের সুখ-শান্তি ও সম্মান। মায়ের ¯েœহ মমতা পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রত্যেক সন্তানের উচিত মায়ের সেবা ও তার মনতুষ্টির জন্যে কাজ করা। মায়ের সেবা করার মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও বেহস্ত অর্জন করা সম্ভব। দুনিয়া ও আখেরাতের সুখ-শান্তি লাভ করতে প্রত্যেক সন্তানকে মায়ের সেবা করতে হবে। গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ বায়েজিদ হোসেন এর মায়ের মৃত্যুতে ৭ জুলাই সকালে ক্লাবের নিজস্ব মিলনায়তনে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ফরিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্লাবের উপদেষ্টা ও গাজীপুর জজ কোর্ট এর এপিপি এড. মোঃ আতাউর রহমান আকাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ বায়েজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মকবুল হোসেন প্রমুখ।

আলোচনা শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন