লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর জন্মদিন উদযাপন

লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর জন্মদিন উদযাপন

বিশিষ্ট সমাজ সেবক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর ৪৮ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ৬ মে রবিবার বিকেলে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে “মানবতার জন্যে সেবা” শীর্ষক আলোচনা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য কবি কাজী রোজী, গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক শামসুল হুদা, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই। লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর ৪৮তম জন্মদিন উদ্যাপন পরিষদের আহ্বায়ক কবি আসলাম সানী এর সভাপতিত্বে অনুষ্ঠানে কবি-সাহিত্যিক ও দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ অংশগ্রহণ করেন। বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ লায়ন গনি মিয়া বাবুলকে ফুলেল শুভেচ্ছা, উপহার প্রদান ও অভিনন্দন জানান। নিরাপদ সড়ক চাই (নিসচা), রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ), কবি সংসদ বাংলাদেশ, জাতীয় সাংবাদিক সংস্থা, জাতীয় গীতি কবি পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটি, দৈনিক ভোরের সময়, দৈনিক ঘোষণা, সাপ্তাহিক ঝুমুর, পাক্ষিক ইতিকথা, সাপ্তাহিক কবিয়াল, জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশন, ঢাকা প্রেস ক্লাব, বঙ্গটিভিডটকম, প্রভৃতি সংগঠন লায়ন গনি মিয়া বাবুলকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটি দেশবরেণ্য কবি-সাহিত্যিকদের পদচারণায় মুখরিত ছিল। অনুষ্ঠানে লায়ন গনি মিয়া বাবুলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, বামফ্রন্টের চেয়ারম্যান ডাঃ এম এ সামাদ, জাতীয় গীতি কবি পরিষদের সভাপতি কবি এম আর মঞ্জু, পপ সঙ্গীতশিল্পী জানে আলম, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক, শিশু কিশোর সংগঠন কিচির মিচির এর পরিচালক মৌসুমী ইসলাম মৌ, কবি শুভ্রা বিশ^াস, শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ শরীফুল ইসলাম, যুব নেতা এড. মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান, জাতীয় গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, আওয়ামী লীগ নেতা খন্দকার ফরিদ আহমেদ, আওয়ামী লীগ নেতা আ.হ.ম মোস্তফা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মানুষ বেঁচে থাকে তাঁর কর্মে। মানবতার কল্যাণে কাজ করায় জন্মের স্বার্থকতা। প্রত্যেক মানুষের উচিত অসহায় মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী কাজ করা। লায়ন গনি মিয়া বাবুল তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ সৃষ্টিকর্তার বিশেষ নিয়ামত। প্রত্যেক মানুষ তাঁর কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। তিনি আরো বলেন, আমি আজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বরচিত কবিতা আবৃত্তি পরিবেশিত হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন