মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন

বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ অভিনন্দন জানিয়েছেন। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ১৯ মার্চ এক অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশ উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাওয়ার পেছনে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর মেধা, শ্রম, দূরদৃষ্টি ও গতিশীল নেতৃত্বের অবদান। সম্প্রতি বিশ^ অর্থনৈতিক ফোরামের জরিপে বাংলাদেশে প্রশংসনীয় উন্নয়ন হয়েছে। বাংলাদেশ বর্তমান তথ্য-প্রযুক্তিতেও দ্রুত গতিতে এগিয়ে চলছে। থ্রিজির পর ফোরজি ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। স্থাপন করা হয়েছে দেশের নিজস্ব স্যাটেলাইট। শুরু হয়েছে নিজস্ব পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। মাথা পিছু আয় ও মানব সম্পদ উন্নয়নসহ প্রয়োজনীয় প্রত্যেকটি সূচকে বাংলাদেশ প্রশংসনীয়ভাবে উত্তীর্ন হওয়ায় গত ১৭ মার্চ জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করেছে। যা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্যে খুবই আনন্দের ও মর্যাদার বিষয়। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ও তার মনোনীতদের ভোট প্রদান করে জয়যুক্ত করতে হবে। এই বিষয়ে সকলকে সর্বদা সচেষ্ট থাকার জন্যে তিনি আহ্বান জানান।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন