লায়ন মো. গনি মিয়া বাবুল: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী রাজাকার, আলশামস, আলবদরদের তালিকা প্রণয়ন করা জরুরী। তরুণ সমাজকে স্বাধীনতার শত্রু-মিত্র চেনাতে হবে। স্বাধীনতা বিরোধীরা যেকোন সময় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নস্যাৎ করার অপচেষ্টা করতে পারে। এ বিষয়ে সকলকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ সর্বস্তরে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশ্ব সঙ্গীত-গীতালিম-গীতি সংগঠনের উদ্যোগে ১৬ মার্চ বিকালে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রক্ষা করবো’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি গীতিকার রবিউল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন শওকত, কন্ঠশিল্পী এ জে মীরা খান, গরীব কাশেম, গীতিকার ওমর ফারুক প্রমুখ।
আলোচনা শেষে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় লায়ন মো. গনি মিয়া বাবুলসহ কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।