শ্রীপুরের কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

শ্রীপুরের কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

গাজীপুর জেলার শ্রীপুরের কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ২০১৮ স্কুল প্রাঙ্গণে ১৪ মার্চ অনুষ্ঠিত হয়। স্কুল এন্ড কলেজের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ^বিদ্যালয় সরকারি কলেজ এর সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলহাজ¦ এডভোকেট জামিল হাসান দূর্জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শেখ মোঃ নজরুল ইসলাম ও তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন। কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর সদস্য ও তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুস সাত্তার আবুল এর সার্বিক তত্বাবধায়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তেলিহাটী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ¦ মোঃ রিপন মিয়া। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জামিল হাসান দুর্জয় বলেন, শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন,  শিক্ষা মানুষের সুপ্ত গুণাবলী বিকশিত ও প্রসারিত করে। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান। ক্রীড়ানুষ্ঠান ও আলোচনা শেষে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট জামিল হাসান দুর্জয় ও অনুষ্ঠানের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি ও সাংস্কৃতিকমনা লোকজন উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন