পপুলার মেডিকেল কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী কুইজ প্রতিযোগিতায় ডা. মোঃ মিজানুর রহমান প্রথম পুরস্কারে ভূষিত

পপুলার মেডিকেল কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী কুইজ প্রতিযোগিতায় ডা. মোঃ মিজানুর রহমান প্রথম পুরস্কারে ভূষিত

বাংলাদেশ সংবাদ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে ১৭ মার্চ (বুধবার) পপুলার মেডিকেল কলেজে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন, ডা. মোঃ মিজানুর রহমান। কলেজ মিলনায়তনে ১৭ মার্চ সকালে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আলী নূর তাকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর খান আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পপুলার মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর ডাঃ কাজী তারিকুল ইসলাম, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডাঃ সরফুজ্জামান রুবেল, পপুলার মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃ খন্দকার আবু রায়হান, প্রফেসর ডাঃ সেলিনা আহমেদ, প্রফেসর ডাঃ শহীদুল বাশার, প্রফেসর ডাঃ শাহীন লিপিকা কাইয়ূম, প্রফেসর ডাঃ ইসমত আরা বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ তাসনোভা আনোয়ার ও ডাঃ মাহবুবা আনসারি।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল