তামাবিলকে আধুনিক স্থলবন্দর হিসেবে গড়ে তোলা হবে- নৌপরিবহন প্রতিমন্ত্রী

তামাবিলকে আধুনিক স্থলবন্দর হিসেবে গড়ে তোলা হবে- নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তামাবিল স্থলবন্দরের সাথে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও ব্যবসায়ীদের সমন্বয়ে তামাবিলকে আধুনিক স্থলবন্দর হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, বন্দরের আধুনিক সুযোগ সুবিধা দিতে সরকার প্রস্তুত।
প্রতিমন্ত্রী আজ তামাবিল স্থলবন্দরে বন্দরের স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, তামাবিল স্থলবন্দর গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেল এএসপি প্রভাস কুমার সিংহ, তামাবিল কাস্টমসের সহকারী পরিচালক রুহুল আমিন, ৪৮ বিজিবি’র তামাবিল কোম্পানি কামান্ডার নায়েক সুবেদার জয়নাল আবেদীন, ৩নং পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, তামাবিল কয়লা পাথর আমদানিকারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী।
বক্তারা তামাবিল স্থলবন্দরের বিভিন্ন বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে এসকল বিষয় সমাধান করা হলে তামাবিল বন্দর বাংলাদেশের মধ্যে আধুনিক স্থলবন্দর হিসেবে রূপ লাভ করবে। এর আগে প্রতিমন্ত্রী তামাবিল স্থলবন্দর এলাকা ঘুরে দেখেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন