করোনা টিকা নিলেন আইসিটি প্রতিমন্ত্রী

করোনা টিকা নিলেন আইসিটি প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে করোনা টিকা নেন। তিনি টিকা নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত বুথে গিয়ে টিকা নেন।
পরে প্রতিমন্ত্রী বলেন, একটি চক্রান্তকারী মহল টিকার বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি গুজবে কান না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে নিবন্ধন করে করোনার টিকা গ্রহণের জন্য ফ্রন্টলাইনারসহ সকলের প্রতি আহ্বান জানান। টিকা গ্রহণ করার পর কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়ে ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।
গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন