ভারত থেকে চাল আমদানি দ্রুত সম্পন্ন করতে বন্দরে অগ্রাধিকার প্রদানে ভারতীয় রাষ্ট্রদূতের আশ্বাস

ভারত থেকে চাল আমদানি দ্রুত সম্পন্ন করতে বন্দরে অগ্রাধিকার প্রদানে ভারতীয় রাষ্ট্রদূতের আশ্বাস

বাংলাদেশ সংবাদ- বাংলাদেশ সরকারের জি টু জি এবং উন্মুক্ত দর পদ্ধতির মাধ্যমে ভারত থেকে যাতে দ্রুততার সাথে চাল আমদানি সম্পন্ন হয় সেজন্য অগ্রাধিকার ভিত্তিতে ভারতীয় বন্দরগুলোর সকল সুবিধা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
আজ সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে সাক্ষাৎ করতে এসে এ নিশ্চয়তা দেন তিনি। এসময় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।
বৈঠকে খাদ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত পুরাতন বন্ধু। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের যে সুসম্পর্ক তৈরি হয়েছে তা দিনদিন আরো সুদৃঢ় হচ্ছে। চলমান করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ভারতীয় হাইকমিশনার।
হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই কোভিড মহামারির সময়ও দু’দেশ একসঙ্গে কাজ করছে। খাদ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে উভয় দেশের অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়।
এছাড়া খাদ্য পণ্যের মান উন্নয়ন, নিরাপদ খাদ্য, টেস্টিং ল্যাবরেটরি, চলমান খাদ্যগুদাম নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
ভবিষ্যতেও দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে বৈঠকে উভয়ে আশা প্রকাশ করেন। এসময় খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম উপস্থিত ছিলেন।

Comments are closed.

More News...

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত

কবিতা শক্তি ও প্রেরণার উৎস …… লায়ন মোঃ গনি মিয়া বাবুল