‘নতজানু সরকার’ রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থ- মির্জা ফখরুল

‘নতজানু সরকার’ রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থ- মির্জা ফখরুল

বাংলাদেশ সংবাদ- নতজানু ও দুর্বল পররাষ্ট্রনীতির কারণে সরকার রোহিঙ্গা সংকট সমাধানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ আগস্ট) ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনা নিপীড়নের মুখে বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা প্রবেশ করা ও আশ্রয় নেয়ার বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের নতজানু পররাষ্ট্রনীতি এবং তাদের দুর্বলতাই রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে কোনও কার্য্করী ব্যবস্থা গ্রহণ না করতে পারার জন্য একমাত্র দায়ী।’

সাংবাদিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, এই রোহিঙ্গা সমস্যার বিষয়ে মিয়ানমারের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা মিয়ানমারকে সমর্থন দিচ্ছে সেই দুটি দেশ চীন ও ভারত। এই দুটি দেশের সঙ্গে কোনও রকমের রফা করার সামর্থ বর্তমান সরকারের নেই।’

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন