করোনায় পপুলার মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষের ইন্তেকাল

করোনায় পপুলার মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষের ইন্তেকাল

বাংলাদেশ সংবাদ- করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর পপুলার মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ ফারুক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনসের জ্যেষ্ঠ কাউন্সিলর ছিলেন। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ২য় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

তিনি ২০১০ সালে প্রতিষ্ঠিত পপুলার মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি পপুলার মেডিকেল কলেজের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অভিভাবক সমতূল্য এই অধ্যাপকের মৃত্যুতে সারাদেশে ডাক্তার সমাজের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ডাক্তারদের বিভিন্ন সংগঠন অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে এফডিএসআরের তথ্যমতে, এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের ৮৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১১ চিকিৎসক।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন