ঢাবি ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ;ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি

ঢাবি ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ;ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি

বাংলাদেশ সংবাদ- ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ কর্মসূচি পালন হবে। এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় ঢাবির বাস থেকে নামার পর এক ছাত্রীকে ধর্ষণ করা হয়।

গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের (ঢামেক) ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন বলে জানা গেছে।

ওই ছাত্রীর সহপাঠীরা আজ বেলা ১১টায় টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ করবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ সমাবেশের জন্য একটি ইভেন্টও খোলা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ২ হাজার ব্যক্তি প্রতিবাদ সমাবেশটিতে যোগ দেয়ার কথা জানিয়েছেন।

ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানান, কুর্মিটোলায় বান্ধবীর বাসায় যেতে বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠেন ওই ছাত্রী। বাস থেকে কুর্মিটোলা নামার পর অজ্ঞাত পরিচয় কয়েকজন তার মুখ চেপে ধরলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে জ্ঞান ফিরে পাওয়ার পর নিজেকে নির্জন এক জায়গায় দেখতে পায় সে। এর পর সেখান থেকে সিএনজি অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যায় সে এবং বান্ধবীকে পুরো ঘটনা জানায়। খবর পেয়ে সহপাঠীরা প্রথমে তাকে ক্যাম্পাসে পরে হাসপাতালে নিয়ে যান। রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়।

বিষয়টি জানার পর রাতেই ওই ছাত্রীকে হাসপাতালে দেখতে যান ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রব্বানীসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। এসময় তারা ওই ছাত্রীর সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন।

জানা গেছে, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর শরীরে নির্যাতনের আলমত পাওয়া গেছে। তিনি ঢাবির দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন