আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ সংবাদ- সম্মেলনের ৪ দিনের মাথায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একজন সাংগঠনিক সম্পাদকসহ তিনটি সম্পাদকীয় পদ এবং তিনজন সদস্য পদ বাকি রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির ৭টি পদ বাকি রাখার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অঞ্চলভিত্তিক সুবিচার করার বিষয় রয়েছে। অঞ্চলের প্রতিনিধিত্বের বিষয়টি চিন্তা করে কয়েকটি পদ খালি রাখা হয়েছে। ২৬ ডিসেম্বর মধ্যে যে কমিটির ঘোষণা করার কথা ছিলো সেই সময়ের মধ্যে কমিটি ঘোষণা করা হচ্ছে।’

যারা যে পদ পেলেন:

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন। তিনি বিদায়ী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।

অপর সাংগঠনিক সম্পাদক হয়েছেন সফিউল আলম চৌধুরী নাদের।

অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন বেগম ওয়াসিকা আশা খান,
তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ড. সেলিম মাহামুদ,
শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হয়েছেন হাবিবুর রহমান সিরাজ,
উপ-দফতর প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম আমিন,
উপ-দফতর সম্পাদকের দায়িত্ব পালন করবেন সায়েম খান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যারা-
আবদুল হাসনাত আব্দুল্লাহ,
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,
কামরুল ইসলাম,
মোস্তফা জালাল মহিউদ্দিন,
খ ম জাহাঙ্গীর,
নরুল ইসলাম ঠান্ডু,
বদরউদ্দিন কামরান,
দিপকর তালুকদার,
আমীরুল আলম মিলন,
আক্তার জাহান,
ডক্টর মুশফিক,
রিয়াজুল কবির কাউসার,
মেরিনা জামান কবিতা,
পারভীন জামান কল্পনা,
হোসনেয়ারা লুৎফর ডালিয়া,
সফুরা খাতুন,
সানজিদা খানুম,
আনোয়ার হোসেন,
আনিসুর রহমান,
শাহাবুউদ্দিন ফরাজি,
ইকাবাল হোসেন আপু,
গোলাম রাব্বানী চিনু,
মারুফা আক্তার পপি,
রেমন্ড আরেং,
গ্লোরিয়া সরকার ঝর্ণা।

যে তিনটি সম্পাদকীয় পদ ঘোষণা বাকি রয়েছে সেগুলো হলো কোষাধ্যক্ষ ও ধর্ম বিষয়ক সম্পাদক এবং শিল্ল ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।

এর আগে ২১ ডিসেম্বর ২১তম জাতীয় সম্মেলনে কাউন্সিল অধিবেশনে ৪২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভাপতি নির্বাচিত হোন শেখ হাসিনা, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান; সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, আইন সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হীরু, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহান লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, মহিলা সম্পাদক মেহের আফরোজ চুমকি, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুর নাহার চাঁপা, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এম এম কামাল হোসেন ও মির্জা আজম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক , দফতর সম্পাদক বিল্পব বড়ুয়া প্রমুখ।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন