বাংলাদেশ সংবাদ- রাজাকারের তালিকা তৈরির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ আসল মুক্তিযোদ্ধা ও প্রকৃত রাজাকারদের বাদ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তালিকা তৈরি করা হচ্ছে। যে তালিকা তৈরি করা হচ্ছে তাতেও অনেক ভুল। কেন ভুল, তারা বলেন- এটা পাকিস্তানিদের তৈরি। পাকিস্তানিদের দেওয়া তথ্যে আপনি রাজাকারের তালিকা দেবেন, সেটা তো আপনার বা এদেশের তালিকা হবে না। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিজয় দিবসের র্যালি পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং স্বাধীনতার যুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ রাজাকারের তালিকা তৈরি করেছে। তারা মুক্তিযুদ্ধকে একটি রাজনৈতিক প্রোডাক্ট হিসেবে ব্যবহার করে। এ কারণে আজ মুক্তিযোদ্ধা ও রাজাকারের তালিকা তৈরি করছে।
সরকার সব ক্ষেত্রে ব্যর্থ দাবি করে মির্জা ফখরুল বলেন, তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে। মিডিয়াকে পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছে। আজ দেশে কোথাও গণতন্ত্র নেই।
দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বিজয় র্যালিতে অংশ নিয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, আজ র্যালিতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্ত্রীর, যিনি ৭১ সালে পাকিস্তান বাহিনীর হাতে বন্দি ছিলেন, সেই নেত্রী খালেদা জিয়ার। তবে জোর করে ক্ষমতা দখল করে থাকা সরকার চক্রান্ত করে তাকে বন্দি করে রেখেছে।
আওয়ামী লীগের আমলেই গণতন্ত্র ধ্বংস হয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজ যারা গণতন্ত্রের জন্য লড়াই করে দখলদার সরকারের হাতে তারাই গুম-খুনের শিকার হচ্ছেন। আমাদের অসংখ্য নেতাকর্মী গুম-খুনের শিকার। বহু নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
খালেদা জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তার (খালেদা জিয়া) মুক্তি ছাড়া আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবে না। দেশনেত্রীর মুক্তির জন্য সবাইকে দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে এবং সরকারকে বিদায় নিতে বাধ্য করতে হবে। আজ বিজয় দিবসে এই হোক আমাদের শপথ।
এদিকে বিএনপির র্যালিকে কেন্দ্র করে দুপুর আড়াইটা থেকে নয়াপল্টন ও আশপাশের এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
র্যালি পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদ্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজ আমাদের মধ্যে বিজয়ের আনন্দ নেই। কারণ দেশের বিজয়ের মূল উদ্দেশ্য গণতন্ত্র নেই। খালেদা জিয়াকে আজ অন্যায়ভাবে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বন্দি রাখা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ এবং দেশনেত্রীকে মুক্ত করতে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে বন্দি। রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাকে মুক্ত করবো ইনশাআল্লাহ।
র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম, আব্দুল হাই, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।
Comments are closed.
এ রকম আরও খবর
ঢাকায় নৌকার হাট
কবির হোসেন রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা।
| জাতীয়দামি জামদানি কেন লুকিয়ে রাখেন তাঁতি?
অফ হোয়াইট আর সোনালি জরির কাজ করা একটা জামদানি দেখাচ্ছিলেন
| অন্যান্যফলের মেলা
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে জাতীয় ফল
| জাতীয়খুদে বিজ্ঞানীদের আবিষ্কার
খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের
| তথ্যপ্রযুক্তিফুলের রাজ্য
সবুজ-শ্যামল পাহাড়েঘেরা একটি অপূর্ব জায়গা হবিগঞ্জের ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’।
| জাতীয়ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি আর গাড়ি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট চলছে। আজ সোমবার সকাল নয়টার দিকে
| জাতীয়পানির এটিএম
এটিএমে টাকা মেলে, এটা পুরোনো কথা। কিন্তু রাজধানীতে এমন দুটি
| অন্যান্যআরেকটি পাকিস্তানি রূপকথা
কে না জানে, ক্রিকেট বিস্ময় উপহার দিতে ভালোবাসে। তাই বলে
| জাতীয়More News...