একজন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হয়েও আমার নাম রাজাকারের তালিকায়- গোলাম আরিফ

একজন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হয়েও আমার নাম রাজাকারের তালিকায়- গোলাম আরিফ

বাংলাদেশ সংবাদ- ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও রাজাকারের তালিকায় নাম আসায় আফসোস করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এ আফসোস প্রকাশ করেন।

গোলাম আরিফ টিপু বলেন,‘আমি একজন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। অথচ আমার নাম রাজাকারের তালিকায়। ২০১০ সালের ২৮ মার্চ সরকার আমাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দিয়েছে। অথচ আজ আমার নাম রাজাকারের তালিকায়।’

‘কীভাবে রাজাকার,আলবদর তালিকায় মুক্তিযোদ্ধার নাম এলো, সেটা কীভাবে হলো— এর উৎস খুঁজে বের করতে হবে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানাই।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আশা করছি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তাদের ভুল বুঝতে পারবে। খুব দ্রুত সংশোধনী দিয়ে তা নতুন করে প্রকাশ করবে। এছাড়াও এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনবেন।’

এর আগে গোলাম আরিফ টিপুর লিখিত বক্তব্য পড়ে শোনান ট্রাইব্যুনাল প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, ‘আমরা এর আগে যতবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ট্রাইবুনালের বিচারিক কাজের জন্য প্রয়োজনীয় নথি চেয়েছি, তারা কোনোদিন তা আমাদের সরবরাহ করেনি।’

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তবে ওই তালিকায় কয়েকজন মুক্তিযোদ্ধার নাম উঠে আসায় তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

Comments are closed.

More News...

ঈদ সমাজে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে ……লায়ন গনি মিয়া বাবুল

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত