মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেফতার

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেফতার

বাংলাদেশ সংবাদ -বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে আটক করেছে পুলিশ।

সরকারি কাজে বাধা,গাড়ি ভাঙচুর,অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পুলিশের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন ।

দিদার বলেন, ‘আটকের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’

রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক বলেন, ‘হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় গত মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গেল মঙ্গলবার (২৪ নভেম্বর) হাইকোর্টের সামনে বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির এক পর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় বেশ কিছু গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে দেখা যায় বিক্ষুদ্ধ নেতাকর্মীদের।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেয়া, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগ এনে শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ। মামলার এজাহারে ১৫-২০ জনের নাম উল্লেখ করে মোট ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের গেট থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন