পেয়াজের দাম বৃদ্ধির জন্য কারা জড়িত তাদের খুজে বের করা হবে- শেখ হাসিনা

পেয়াজের দাম বৃদ্ধির জন্য কারা জড়িত তাদের খুজে বের করা হবে- শেখ হাসিনা

বাংলাদেশ সংবাদ – দেশের বাজারে পেঁয়াজের দাম ক্রমাগত উর্ধ্বগতি মোকাবেলায় বিমানের কার্গোতে করে পেঁয়াজ আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর চিন্তা নাই। পেঁয়াজের একটি সংকট দেখা দিয়েছে, এটি মোকাবেলা করায় আমরা দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করছি। কিন্তু হঠাৎ করে পেঁয়াজে দাম এতো কেন বেঁড়ে গেলো সেটা দেখা হচ্ছে। আমি তদন্ত করে দেখতে বলেছি। কেউ মজুদ করে পেঁয়াজের দাম বাড়াচ্ছে কি-না।’

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক সময় প্রকৃতির খারাপ অবস্থার কারণে পেঁয়াজের উৎপাদন কম হয়ে থাকে। আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকি। বন্যার কারণে সেখানেও পেঁয়াজের উৎপাদন কম। সেখানে একটি রাজ্য বাদে সব রাজ্যেই পেঁয়াজে দাম বেশি। ওই রাজ্যে কম কারণ তারা তাদের উৎপাদিত পেঁয়াজ বাইরের রাজ্যগুলোতে বিক্রি করে না।’

পেঁয়াজের মজুদদারদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ চলে আসছে। আর মাত্র এক-দুই দিন। এরপর যারা মজুদ করেছে তারা কি করে, দেখতে চাই। এটা বেশি দিন রাখা যায় না, পঁচে যায়। শুনছি অনেকে নষ্ট পেঁয়াজ শুখানোর চেষ্টা করছেন।’

এর আগে সকাল বেলা ১১টায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিকী তৃতীয় জাতীয় সম্মেলন শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন