অবশেষে মাঠে ক্রিকেটাররা; ছিলেন না সাকিব

অবশেষে মাঠে ক্রিকেটাররা; ছিলেন না সাকিব

বাংলাদেশ সংবাদ – শুক্রবার বেলা ৩টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয় ক্যাম্প। সবার আগে ক্যাম্পে যোগ দেন মুশফিকুর রহিম। এরপর একে একে আসতে থাকেন তামিম-মাহমুদউল্লাহরা। ইনডোরে ও মাঠে অনুশীলন করেছেন তারা কয়েক দফায়। কিন্তু সাকিব কেন আসেননি সেটা থেকে গেছে অজানা।

বাংলাদেশের এই ক্যাম্প দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের স্পিনারদের নিয়ে কাজ করবেন তিনি। কিন্তু প্রথম দিনই সাকিবকে পেলেন না সাবেক কিউই তারকা।

গত সোমবার ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা, যেখানে অগ্রগণ্য ভূমিকা ছিল সাকিবের। বুধবার রাতে ধর্মঘটের অবসান হয় বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের সমঝোতার মাধ্যমে। সেদিন সংবাদ সম্মেলনে আরও দুটি দাবি যুক্ত করেন ক্রিকেটাররা। ১৩ দফার মধ্যে ১০টি বিসিবি মেনে নিলে আন্দোলন স্থগিত করেন সাকিব-তামিমরা, প্রতিশ্রুতি দেন ক্রিকেট মাঠে ফেরার।

আগামী মাসে ভারতে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ভারত সফরকে সামনে রেখেই এই প্রস্তুতি ক্যাম্প।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন