প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন

বাংলাদেশ সংবাদ – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো পুরস্কারে ভ‚ষিত হওয়ায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, প্রধানমন্ত্রী এই পুরস্কারে ভ‚ষিত হওয়ায় বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি বিশ্বব্যাপী উজ্জ্বল হয়েছে। উল্লেখ্য যে, টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে গেøাবাল অ্যালায়েন্স নামে খ্যাত আন্তর্জাতিক সংস্থা এলায়েন্স ফর ভ্যাক্সিনেশন এন্ড ইমুনাইজেশন-জিএভিআই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কার প্রদান করে। নিউইয়ার্কে অবস্থানরত শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে GAVI-এর চেয়ারম্যান Dr NGOZI OKONJO- IWEALA এর কাছ থেকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার গ্রহণ করেন।
অভিনন্দন বার্তায় লায়ন মোঃ গনি মিয়া বাবুল আরো বলেন, টিকাদান কর্মসূচীসহ স্বাস্থ্যসেবা প্রদানে বর্তমান সরকারের ভ‚মিকা খুবই প্রশংসনীয়। তিনি বলেন, সরকারের এই সাফল্যের পিছনে দেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারীদের ভূমিকা ও অবদান রয়েছে।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন