বনানীতে বহুতল ভবনে আগুন

বনানীতে বহুতল ভবনে আগুন

বাংলাদেশ সংবাদ – রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। এতে ভবনটির ভেতরে আটকা পড়েছেন অনেক লোক।

রবিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম বলেছেন, ‘দুপুর ১২টা ২৩ মিনিটের দিকে বনানীর শরিফ প্লাজায় আগুন লাগে। আগুন লাগার ঘটনা জানতে পেরে আমরা ৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠাই। একটি ইউনিট পৌঁছে ১২টা ৩২ মিনিটে জানতে পারে আগুন নিভে গেছে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি বলেরও জানান তিনি।

চলতি বছরের ২৮ মার্চ দুপুর ১টার দিকে বনানীর বহুতল এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। এতে আহত হন আরও অন্তত ৭০ জন। এর আগে গেল ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭৮ জনের প্রাণহানি হয়। আহত হন শত শত লোক।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন