বিশ্বকাপ ফুটবলের মুল বাছাইপর্বে বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবলের মুল বাছাইপর্বে বাংলাদেশ

বাংলাদেশ সংবাদ – গত শুক্রবার লাওসের মাঠে জিতেছিল বাংলাদেশ। বিশ্বকাপের প্রাক বাছাইয়ে ১-০ গোলে এগিয়ে থেকে মঙ্গলবার ঢাকায় ফিরতি ম্যাচে মুখোমুখি হয় তারা। এই ম্যাচ গোলশূন্য ড্র করেও কাতার বিশ্বকাপের বাছাই নিশ্চিত করলো।

বিশ্বকাপ বাছাইয়ের পরের ধাপে খেলার জন্য বাংলাদেশের দরকার ছিল ড্র। মঙ্গলবার প্রাক বাছাই পর্বে নিজেদের মাঠে লাওসের সঙ্গে গোল শূন্য ড্র করেই সেই যোগ্যতা অর্জন করেছে জেমি ডের শিষ্যরা। দুই লেগ মিলিয়ে ১-০ গোলের অগ্রগামিতায় পরের পর্বে বাংলাদেশ।

সুযোগ পেলেও গোল পায়নি বাংলাদেশ। অষ্টম মিনিটে জামাল ভূইয়ার ফ্রি-কিকে প্রতিপক্ষের এক খেলোয়াড় হেডের পর বল পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়ার আগে পা ছোঁয়াতে পারেননি ইয়াসিন খান। সপ্তদশ মিনিটে নাবীব নেওয়াজ জীবন গোলরক্ষক বরাবর শট নেন।

২৫তম মিনিটে ইয়াসিনের দুর্বল ব্যাক পাসে বিপদে পড়তে পারত বাংলাদেশ। দ্রুত ছুটে এসে বিপদমুক্ত করেন রানা। পাল্টা আক্রমণে বিশ্বনাথ ঘোষের লম্বা করে বাড়ানো বল গোলরক্ষকের গায়ে লেগে পেয়ে যান জীবন। কিন্তু তিনিও ঠিকানা খুঁজে পাননি।

৩৭তম মিনিটে ভালো একটি সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। রবিউলের উঁচু করে বাড়ানো বল আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জীবনের হেডে জালে জড়ানোর প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।

বিপলু আহমেদের বদলি নামা মোহাম্মদ ইব্রাহিমের ৫৩তম মিনিটের ক্রসে দুর্বল হেডে সুযোগ নষ্ট করেন জীবন। ৭৮তম মিনিটে জীবনের ক্রসে আরেক বদলি ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল গোলমুখ থেকে টোকা দিতে ব্যর্থ হলে হতাশা বাড়ে গ্যালারিতে আসা হাজার দশেক সমর্থকের।

সোহেল রানার ক্রসে ৮৮তম মিনিটে লক্ষ্যভ্রষ্ট হেডে হতাশা আরও বাড়ান ইব্রাহিম। তবে শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত হয়ে যায় দলের। নিশ্চয়তা মেলে আরও দুই বছর আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ফুটবলে খেলার।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন