মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত পাইলটসহ ১০জন দেশে ফিরেছেন

মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত পাইলটসহ ১০জন দেশে ফিরেছেন

বাংলাদেশ সংবাদ – মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত পাইলট, কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ও চার যাত্রী দেশে ফিরেছেন।

আহত ১০ জনকে নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট গতকাল রাত ১০টা ৩১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।

তিনি বলেন, মানসিকভাবে বিপর্যস্ত তিন যাত্রীকে রাজধানীর এপোলো হসপিটালে নেওয়া হচ্ছে। বিমানটির পাইলটকে নেওয়া হচ্ছে সম্মিলিত সামরিক হাসপাতালে।

তিনি আরও জানান, ৮ মে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণকালে বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে বাইরে চলে যায় বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজটি। বিমানটিতে একজন শিশুসহ ২৯ জন যাত্রী এবং ছয়জন স্টাফ ছিলেন। দুর্ঘটনায় শিশুসহ ১৯ জন যাত্রী আহত অবস্থায় ইয়াঙ্গুনের স্থানীয় হাসপাতালে ভর্তি হন। সেদিন রাতেই তাদের মধ্য থেকে চার জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।

তিনি আরও জানান, মিয়ানমারে দুর্ঘটনার তদন্তে কমিটি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ৯ মে বিমানের চিফ অব ফ্লাইট সেফটি শোয়েব চৌধুরীকে প্রধান করে ছয় সদস্যের তদন্তকমিটি গঠন করা হয়। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

বিমানের পক্ষ থেকে আহত যাত্রীদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে বলেও জানান তিনি।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল