শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫০

শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫০

বাংলাদেশ সংবাদ – ইসটার সানডের প্রার্থনার সময় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর পাশে গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫০ ছাড়িয়ে গেছে। এই ঘটনায় আহত হয়েছে ৫০০ এর অধিক লোক।

এদিকে হামলার ঘটনায় শ্রীলঙ্কার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাজধানী কলম্বো ও গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েন করা হয়েছে।

আজ সকাল ৮.৪৫ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও কলম্বোর বাইরে মোট ছয়টি স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এরমধ্যে কোচিচিকাদে, কুতুয়াপিটায়ে এবং বাত্তিকালোয়ার তিনটি চার্চ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এছাড়াও কলম্বোর সাংরি লা, সিনামোন গ্রান্ড এবং কিংসব্যুরি হোটেলেও হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতৃবৃন্দ গভীর শোক ও নিন্দা জানিয়েছেন।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল