ওবায়দুল কাদেরকে দেখতে প্রধানমন্ত্রী ছুটে গেলেন হাসপাতালে

ওবায়দুল কাদেরকে দেখতে প্রধানমন্ত্রী ছুটে গেলেন হাসপাতালে

বাংলাদেশ সংবাদ – হৃদরোগে আক্রান্ত দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান।

রবিবার (৩ মার্চ) বিকেল সাড়ে তিন টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পৌঁছেন।

প্রধানমন্ত্রী অসুস্থ ওবায়দুল কাদেরের শারিরীক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন।

রবিবার সকাল ৮টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে বিএসএমএমইউ’র আইসিইউতে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার। এনজিওগ্রাম করার পর ৩টি ব্লক ধরা পড়ে। একটি ব্লক খুলে রিং পরানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Comments are closed.

More News...

সফলতার জন্যে পারস্পারিক ইতিবাচক ভাবনা অপরিহার্য …….লায়ন গনি মিয়া বাবুল

বাংলা নববর্ষের ব্যবহারিক প্রয়োগ আমাদের জীবনে প্রায় অনুপস্থিত ———- লায়ন গনি মিয়া বাবুল