ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়

বাংলাদেশ সংবাদ – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তাঁর অবস্থা ওঠানামা করছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভা‌গের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান।

সাংবাদিকের প্রশ্নের জবাবে বিএসএমএমইউর কার্ডিওলজি বিভা‌গের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান বলেন, ‘এই মুহূর্তে তাঁকে (ওবায়দুল কাদের) সিঙ্গাপুরে পাঠানো যা‌বে কি না—য‌দি শুন‌তে চান, তাহ‌লে আমি বল‌ব—না। তাঁকে সিঙ্গাপুরে পাঠানো যা‌বে না। মে‌ডি‌কেল বো‌র্ডের সিদ্ধান্ত আছে যে তাঁর যেমন চিকিৎসা চল‌ছে, সেটাসহ আরও সর্বাত্মক চেষ্টা চা‌লি‌য়ে যাওয়া। এর আগেও তাঁর হার্ট অ্যাটাকের হিস্ট্রি ছিল। যে‌হেতু তিনি ভে‌ন্টিলেশনে আছেন; তাঁর জীবন শঙ্কা আছে বল‌তে পা‌রেন না।’

এই চিকিৎসক আরও বলেন, ‘তাঁর (ওবায়দুল কাদের) যে রক্তনালিটা সব‌চে‌য়ে বে‌শি ক্রি‌টিক্যাল ছিল, আমরা শুধু সেটাই ঠিক ক‌রে‌ছি। কিন্তু সেটা বোধ হয় পর্যাপ্ত নয়। কারণ তিন‌টি নালি প্রয়োজন হয় রক্ত সরবরা‌হের জন্য। কিন্তু এই মুহূ‌র্তে সেগুলো সারা‌নো যা‌বে না। সেগুলো ঠিক কর‌তে গে‌লে আ‌রও বিপদ ঘট‌বে। যে নালিটা বেশি ক্ষতিগ্রস্ত ছিল, ওই নালিটা ঠিক করার পর তাঁর প‌রি‌স্থি‌তি অনেকটা উন্ন‌তির পর্যা‌য়ে গি‌য়ে‌ছিল। কিন্তু এখন অবস্থার উন্ন‌তি হয়-অবন‌তি হয়, এমন অবস্থা চল‌ছে। দেশবাসী, আপনারা তাঁর জন্য দোয়া ক‌রেন, আমরা চেষ্টা কর‌ছি। ২৪ থেকে ৭২ ঘণ্টা না য‌াওয়া পর্যন্ত তাঁর অবস্থা স্থি‌তিশীল বলা যা‌চ্ছে না।’

‌এ সময় বিএসএমএমইউয়ের সহ–উপাচার্য শ‌হীদুল্লাহ সিকদার ব‌লেন, ‌‘দে‌শের বা‌ইরে নেওয়ার জন্য দু‌টি বিষয় নির্ভর ক‌রে। এক‌টি তাঁর প‌রিবার এবং অপর‌টি প্রধানমন্ত্রীর নি‌র্দেশনা। আপনারা জা‌নেন, প্রধানমন্ত্রী প্রতিমুহূ‌র্তে খোঁজ-খবর রাখ‌ছেন। তাঁর চি‌কিৎসার জন্য কোনো কার্পণ্য করা হ‌বে না। যেখা‌নে তাঁর চি‌কিৎসা হ‌বে, সেখা‌নেই তাঁর চি‌কিৎসা দেওয়া হ‌বে। তাঁর চি‌কিৎসার জন্য সমস্ত তথ্য যখন যেখা‌নে প্রয়োজন, সেখা‌নে পাঠা‌নো হ‌চ্ছে।’

এর আগে হঠাৎ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর আইসিইউতে ভর্তি করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (৩ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বিএসএমএমইউ’র কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র, আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার এনজিওগ্রাম করা হচ্ছে।

সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের সাংবাদিকদের এ তথ্যটি নিশ্চিত করেন।

আবু নাসের জানান, সকালে ফজরের নামাজ শেষ হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার।

Comments are closed.

More News...

সফলতার জন্যে পারস্পারিক ইতিবাচক ভাবনা অপরিহার্য …….লায়ন গনি মিয়া বাবুল

বাংলা নববর্ষের ব্যবহারিক প্রয়োগ আমাদের জীবনে প্রায় অনুপস্থিত ———- লায়ন গনি মিয়া বাবুল