জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানালেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন

জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানালেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন

বাংলাদেশ সংবাদ – জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানালেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি সু্প্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজন করা হয়।

এতে ড. কামাল হোসেন বলেন, আজকে গণশুনানিতে খালেদা জিয়ার মুক্তি একটা প্রধান দাবি। খালেদা জিয়ার মুক্তির দাবি যুক্তিসঙ্গত। এটা নিয়ে এর আগেও জোরালো দাবি এসেছে। তাই অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি হওয়া উচিত।  আজকের এই অনুষ্ঠান থেকেও এই দাবিটা দেওয়া দরকরা। এটা দুঃখজনক, স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার ৪৮ বছর পর এই ধরনের দাবি আমাদের করতে হচ্ছে। গণতন্ত্রের মুক্তির জন্য যারা ভূমিকা রেখেছেন, তাদের মুক্তি দাবি করতে হচ্ছে।

৩০ ডিসেম্বরের নির্বাচন প্রসঙ্গে ঐক্যফ্রন্ট প্রধান বলেন, এটাকে নির্বাচন বলা যায় না, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। শুনানিতে সারাদেশ থেকে আসা ঐক্যফ্রন্টের ৪১ প্রার্থী নির্বাচনের আগে ও পরের অবস্থা তুলে ধরেন।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল