আজ ১৪ ফেব্রুয়ারি; বিশ্ব ভালোবাসা দিবস

আজ ১৪ ফেব্রুয়ারি;  বিশ্ব ভালোবাসা দিবস

বাংলাদেশ সংবাদ – আজ ১৪ ফেব্রুয়ারি; বিশ্ব ভালোবাসা দিবস। দিনটিকে সারা বিশ্বে ভালোবাসার দিন হিসেবে উৎযাপন করা হয়।

সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও দিনটিকে একটু আলাদা ভালোবাসায় রাঙিয়ে তুলা হয়। বাবা মা ভাই বোন থেকে শুরু করে পরিবার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য বেছে নেওয়া হয় এই দিনটিকে।

ইতিহাস থেকে জানা যায়, ২৬৯ সালে ইতালির  রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন’স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার-অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদন্ড দেন। সেই দিন ছিল ১৪ ফেব্রুয়ারি । অতঃপর ৪৯৬ সালে পোপ সেনট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেইটাইন’স স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন’ দিবস ঘোষণা করেন। 

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল