এক গানেই খরচ ২২ লাখ টাকা!

এক গানেই খরচ ২২ লাখ টাকা!

বাংলাদেশ সংবাদ – এক গানের পেছনেই এবার খরচ করা হচ্ছে ২২ লাখ টাকা! আর সেটা হচ্ছে ঢাকাইয়া চলচিত্রের কিং খান হিসেবে পরিচিত শাকিব খানের একটি গানের জন্য।

জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপের লেখা একটি গানের জন্য এত বিশাল পরিমাণ টাকা খরচ করা হচ্ছে। এতে অভিনয় করবেন শাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকার সুদীপ কুমার দীপ।

আজ থেকে কক্সবাজার শুরু হয়েছে শাকিব খান অভিনীত ‘একটু প্রেম দরকার’ সিনেমার দুটি গানের শুটিং। তারমধ্যে শুধু একটি গানেরই বাজেট রাখা হয়েছে ২২ লাখ টাকা! গানটির কোরিওগ্রাফি করবেন ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব।

‘একটু প্রেম দরকার’ সিনেমায় শাকিব খান ও শবনম বুবলি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, নবাগতা মৃদুলাসহ অনেকে।

Comments are closed.

More News...

ঈদ সমাজে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে ……লায়ন গনি মিয়া বাবুল

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত