১২৯ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ মার্চ

১২৯ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে  ১৮ মার্চ

বাংলাদেশ সংবাদ – আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ১২৯ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।

হেলালুদ্দীন বলেন – তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৮ মার্চ।
তিনি আরো জানান,’ দ্বিতীয় পর্যায়ে ৫টি বিভাগের ১৭টি জেলার মোট ১২৯টি উপজেলায় ভোটগ্রহণ হবে।’

এসব উপজেলা পরিষদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএম’র জন্য নীতিমালা করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে ভেটিং হয়ে আসলে কমিশন সভা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রথম পর্যায়ে উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না।
প্রথম পর্যায়ে দেশের ৮৭ উপজেলায় ১০ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ৫ ধাপে ৪৮১ উপজেলা পরিষদে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন