আগামী ৬ ফ্রেব্রুয়ারি কালো ব্যাজ ধারণ করার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট

আগামী ৬ ফ্রেব্রুয়ারি কালো ব্যাজ ধারণ করার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট
ফাইল ছবি

বাংলাদেশ সংবাদ – আগামী ৬ ফ্রেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কালো ব্যাজ ধারণ করার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে ঐক্যফ্রন্টের এ কর্মসূচি ঘোষণা করে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভোট ডাকাতির পর চা-চক্র প্রহসন ছাড়া কিছুই না। আমরা এতে যাওয়ার প্রয়োজন মনে করি না।’

বৈঠকে ডঃ কামাল হোসেন, মির্জা ফখরুল ছাড়া আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যর আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্টের শরিক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, গণফোরামের নেতা সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন