গণতন্ত্রের ধারায় সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণতন্ত্রের ধারায় সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ সংবাদ – ‘গণতন্ত্রের ধারায় সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথমদিনে শেখ হাসিনা এ কথা বলেন।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন – সংসদে যারা বিরোধী দলে আছেন আমি তাদেরকে আশ্বাস দিতে পারি আপনারা সরকারের সমালোচনা করতে পারবেন। এক্ষেত্রে আমরা কোনো বাধা সৃষ্টি করবো না।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াকে অভিনন্দন জানান।

তিনি বলেন – অতীতে আমরা সরকারের সমালোচনার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করিনি। ভবিষ্যতেও কোনো বাধা সৃষ্টি করবো না।

বক্তব্যের প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা, ৩০ লক্ষ শহীদ এবং দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা দুই লাখ মা-বোনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন