চিকিৎসকদের রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়েছে, তাদের অবশ্যই চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে – চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চিকিৎসকদের রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়েছে, তাদের অবশ্যই চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে – চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ সংবাদ (মোঃ মিজানুর রহমান) – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ চিকিৎসকদের রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়েছে, তাদের অবশ্যই চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। তা না হলে চাকরি থেকে চলে যেতে হবে তাদের।’

আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি বলেন , ‘ সব জেলায় সার্ভে করতে হবে, কেন হাসপাতালে ডাক্তার থাকেন না।’

শেখ হাসিনা ডাক্তারদের সমালোচনা করে বলেন,’যেসব চিকিৎসক সেবা দিতে ব্যর্থ হবেন তাদের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে রাখা হবে।’

প্রধানমন্ত্রী নার্সদের উদ্দেশ্যে বলেন,’ দ্বিতীয় শ্রেণির চাকরির মর্যাদা পেয়ে নার্সরা রোগীর সেবা করবেন না সেটা হবে না। শুধু ওষুধ খাওয়ানোর জন্য তাদের নার্স করা হয়নি। যারা রোগীর সেবা করবেন না তাদের এই পেশায় আসার দরকার নাই। এখন নার্সদের উচ্চশিক্ষার সুযোগ আছে। নার্সরা সেবা দেবে না- এটা ঠিক নয়। নার্সদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’

মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন, প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন