জনগণের ভোটের মর্যাদা ধরে রাখায় প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জনগণের ভোটের মর্যাদা ধরে রাখায় প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ সংবাদ – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনগণ ভোটের মাধ্যমে আমাদের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার মর্যাদা আমরা ধরে রাখব।’

আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে নতুন সরকারের প্রথম একনেক (জতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) বৈঠকে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘ আমাদের মূল লক্ষ্য চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা। এগুলোর কাজের গতি ধরে রাখতে হবে, মান নিশ্চিত করতে হবে। এজন্য কাজের প্রতি নজরদারিও বাড়ানোর নির্দেশ দেন তিনি।’

তিনি প্রত্যয় ব্যক্ত করেন, ‘উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। উন্নত দেশের কাতারে যেতে হবে। আমরা সে লক্ষ্যও পূরণ করতে সক্ষম হব।’

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন