আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল বিমানবন্দরে ‘হংসবলাকা’ উদ্বোধন করবেন

আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল বিমানবন্দরে ‘হংসবলাকা’ উদ্বোধন করবেন

বাংলাদেশ সংবাদ – আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল বিমানবন্দরে ‘হংসবলাকা’ উদ্বোধন করবেন।

আগামী ১০ ডিসেম্বর থেকে ড্রিমলাইনার আকাশে উড়বে। ওই দিন থেকে ২৭১ আসনের ড্রিমলাইনারে ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে ৬টি, ঢাকা-দাম্মাম রুটে সপ্তাহে ৪টি এবং ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানটি যুক্ত হলে দেশের বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা হবে ১৫টি।

এছাড়া, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ‘গাঙচিল’ ও ‘রাজহংস’ নামের আরো দুটি বিমান ড্রিমলাইন বহরে যুক্ত হবে বলে জানা গেছে।

Comments are closed.

More News...

ঈদ সমাজে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে ……লায়ন গনি মিয়া বাবুল

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত