ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি

বাংলাদেশ সংবাদ – প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

৪১তম মিনিটে আলজেরিয়ান মিডফিল্ডার মাহরেজের ক্রস ছোট ডি-বক্সে পেয়ে বল বুক দিয়ে লক্ষ্যে পাঠান লেরয় সানে।

ম্যাচের ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যানসিটি। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের কাটব্যাক ফাঁকায় পেয়ে ১৫ গজ দূর থেকে নিচু শটে জাল খুঁজে নেন মাহরেজ।

খেলার ৮৫তম মিনিটে গোলমুখে দ্বিতীয় প্রচেষ্টায় আলতো টোকায় বল জালে পাঠিয়ে ওয়াটফোর্ডকে খেলায় ফেরান ফরাসি মিডফিল্ডার আবদুলাই দুকুরে। তবে বাকিটা সময় আর কোনো গোল করতে না পারায় হেরেই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

Comments are closed.

More News...

ঈদ সমাজে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে ……লায়ন গনি মিয়া বাবুল

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত