বাংলাদেশ দলের প্রশংসায় বিরাট কোহলি

বাংলাদেশ দলের প্রশংসায় বিরাট কোহলি

এশিয়ায় কাপ খেলেননি ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তার পরিবর্ততে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ও ভারতের ওপেনার রোহিত শর্মা। তার নেতৃত্বে ফাইনালে ওঠে ভারত। আর সেখানে তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশে। ফাইনালে বাংলাদেশ ৪৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২২২ রান করেন। সেঞ্চুরি পেয়েছে বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস।
মাত্র ২২২ রান পুঁজি করে ভারতের বিপক্ষে লড়াই করা কঠিন। কিন্তু সেটা করে দেখিয়েছে বাংলাদেশ। ভারতে ইনিংসের শেষ বলে টাইগারদের ৩ ইউকেটে হারিয়েছে। তবে, হারলেও প্রশংসা কুড়িয়েছে মাশরাফিদের লড়াই। ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিও প্রশংসা করছেন।
এশিয়া কাপে বিশ্রাম পেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু মনের দিক থেকে কতটুকু বিশ্রামে ছিলেন? আরব-আমিরাতে দল হাড্ডাহাড্ডি শিরোপা লড়াই করছে আর তিনি পড়ে আছেন দেশে! এভাবে বিশ্রাম হয়? মাঠের বাইরে থাকলেও কাল ফাইনালে নখ কামড়াতে হয়েছে তাঁকেও । বরং ২২২ রানের পুঁজি নিয়েও ম্যাচটা শেষ বল পর্যন্ত টেনেছে মাশরাফির দল। কোহলি এজন্য নিজের সবটুকু প্রশংসা বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশকে।
বাংলাদেশে দেওয়া ২২২ রান তাড়া করতে নেমে হারতে হারতে জিতেছে রোহিত শর্মার দল। শেষ ওভারে দরকার ছিল ৬ রান। ম্যাচটা শেষ বল পর্যন্ত টেনে নিয়ে সহজ এ লক্ষ্যকেও কঠিন বানিয়ে ছেড়েছিলেন মাহমুদুউল্লাহ। ভারত শেষ পর্যন্ত শিরোপা জিতলেও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন দেশটির সাবেক খেলোয়াড়েরাই। শেবাগ, লক্ষণ, কাইফরা ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ দলের লড়াইয়ের। ভারতীয় দলের নিয়মিত অধিনায়কও হাঁটলেন একই পথে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কোহলির টুইট, ‘গত রাতে দারুণ খেলে কঠিন ম্যাচটা জিতেছে ছেলেরা। এশিয়া কাপে সপ্তম শিরোপা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য বাংলাদেশকেও অভিনন্দন।’এশিয়া কাপ অভিযান শেষে এখন ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষায় ভারতীয় দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অক্টোবরের শুরুতে ভারতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়ে ভারতীয় দলে ফিরবেন কোহলি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শেখ কামাল এনএসসি পুরস্কারে ভুষিত হলেন ১০ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই সংগঠন

‘শেখ কামাল ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাওয়ার্ড’ বিসিবির সবচেয়ে বড় পুরস্কার : পাপন