সৈয়দ হককে নিয়ে তথ্যচিত্র

সৈয়দ হককে নিয়ে তথ্যচিত্র

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে নিয়ে তত্যচিত্র নির্মাণ করলেন মাহফুজা আক্তার। ২৭ সেপ্টেম্বর ২০১৮ সৈয়দ হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বিটিভিতে বিকেল ৫টা ও রাত ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে ২৫ মিনিট ব্যপ্তীর তথ্যচিত্রটি। মূলত সৈয়দ হকের শিল্পকর্ম আর ব্যক্তিজীবনের নানাদিক উঠে এসেছে এই তথ্যচিত্রে। লেখককে নিয়ে কথা বলেছেন লেখকের সহধর্মীনী কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কবিসন্তান দ্বিতীয় সৈয়দ হক।

সৈয়দ হকের নাট্যকর্ম নিয়ে কথা বলেছেন নাট্যব্যীক্তত্ত্ব আতাউর রহমান, গ্রন্থ নিয়ে পিয়াস মজিদ। নুরুলদিনের সারাজীবন আবৃত্তি করেছেন সংস্কৃতমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর। সৈয়দ হকের লেখা গান থাকছে এন্ড্রু কিশোরসহ আরো বেশ কজন শিল্পীর কণ্ঠে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

হেমন্ত