তৈমুর দেখতে আসলে ঠিক কার মতো?

তৈমুর দেখতে আসলে ঠিক কার মতো?

তৈমুরের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে গোল্লুগাল্লু একটা কিউট শিশুর চেহারা। জন্মের সঙ্গে সঙ্গেই যে কিনা সেলিব্রিটি বনে গেছে! এখনো দুই বছর হয়নি খুদে নবাবের। কিন্তু তাতে কী! ইতিমধ্যে তার হাজারো ভক্ত জুটে গেছে। তারা তৈমুরের সবকিছুতেই উৎসুক দৃষ্টি রাখছে।

বলিউড সেলবদের শিশুদের শীর্ষ তালিকা তৈরি করলে দেখা যাবে, প্রথমেই রয়েছে তৈমুর আলী খান। তাই খুব স্বাভাবিকভাবেই বলিউড তারকা মা কারিনা কাপুর আর বাবা সাইফ আলী খান যেখানেই যান, ছেলের সম্পর্কে কিছু না কিছু জানতে চায় সবাই। বিশেষ করে তৈমুর দেখতে কার মতো—এ নিয়ে নির্ঘাত একটা প্রশ্ন থাকেই।

বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বললেও তৈমুর দেখতে তার বাবা সাইফের মতো—এমন ইঙ্গিতই দিয়েছিলেন কারিনা। আর সাইফ একটু রসিকতা করে উত্তর দিয়েছিলেন, ‘তৈমুর কারিনার চায়নিজ ও মঙ্গোলীয় ভার্সন।’

ছোটা নবাব যতই বড় হচ্ছে, তার পিছু পাপারাজ্জিদের আঠার মতো লেগে থাকার প্রবণতা ততই বাড়ছে। নিত্যনতুন ছবি ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর এসব ছবি নিয়ে চলছে বিস্তর গবেষণা।

তৈমুর দেখতে ঠিক কার মতো হয়েছে? কেউ বলছে, মা কারিনা কাপুরের মতো। আবার কেউবা বলছে, নাহ্, বাবা সাইফ আলী খানের মতো।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নানা আয়োজনে লায়ন মোঃ গনি মিয়া বাবুলের জন্মদিন উদযাপন

বাঙালির নিজস্ব নান্দনিক সংস্কৃতির চর্চা বাড়াতে হবে- লায়ন গনি মিয়া বাবুল