বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বর্তমান সরকারের সফলতার কারণেই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামীলীগকে বিজয়ী করবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সততা, দক্ষতা ও গতিশীল নেতৃত্বের কারণে বাংলাদেশ সম্প্রতি স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত উন্নয়ন ও সামাজিক অগ্রগতিসহ সকল ক্ষেত্রে বর্তমান সরকারের প্রশংসনীয় সাফল্য রয়েছে। অতি সম্প্রতি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আকাশে সফল উৎক্ষেপনের ফলে বিশে^ বাংলাদেশের মর্যাদা বেড়েছে। বর্তমান সরকারের জনপ্রিয়তা ও জনসমর্থন ক্রমান্বয়ে বাড়ছে। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা তার প্রমাণ দেখেছি। তিনি আরো বলেন, আসন্ন রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনেও জনগণ নৌকা প্রতিকে ভোট প্রদান করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করবেন।
কৃষক শ্রমিক পার্টি-কেএসপি’র উদ্যোগে ১৬ জুলাই বিকেলে ঢাকার তোপখানা রোডস্থ বিএনএ কনফারেন্স হলে আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেএসপি’র সভাপতি লায়ন সালাম মাহমুদ এর সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান ডাঃ স¤্রাট জুয়েল চিশতী, বিএলডিপির’র কো চেয়ারম্যান আলহাজ¦ সোহরাব উদ্দিন, টাইম গ্রুপ এর চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শান্ত, তৃণমূল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ আক্কাস আলী খান ও গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার।