গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আলহাজ¦ এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলমকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
২৭ জুন এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, দেশের বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুর ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ। ১৯৭১ সালে ১৯ মার্চ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্যে গাজীপুরের বীর জনতা প্রথম সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করে। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী আলহাজ¦ এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলমকে মেয়র পদে বিপুল ভোটে বিজয়ী করে গাজীপুরবাসী আবারো প্রমাণ করেছে এই এলাকার মানুষ বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত। তিনি গাজীপুরের সম্মানিত ভোটার ও বীর জনতাকে অভিনন্দন জানিয়ে আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষতা, সততা ও গতিশীল নেতৃত্বের ফলে মুক্তিযুদ্ধের আদর্শে জনগণ বর্তমানে অধিক সংগঠিত ও ঐক্যবদ্ধ। বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি দ্রুত এগিয়ে চলছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ও তার মনোনীতদের ‘নৌকা’ প্রতীকে ভোট প্রদান করে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে সকলকে সচেষ্ট থাকতে হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন