বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শিক্ষা শিশুদের সুপ্ত গুণাবলী বিকশিত ও প্রসারিত করে। প্রত্যেক শিশু দেশপ্রেম, কল্যাণবোধ, মমতাবোধ, সততা, উদারতা প্রভৃতি মানবিক গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করে। উপযুক্ত শিক্ষা ও অনুকূল পরিবেশ পেলে সেসকল গুণাবলী বিকশিত হয়। বয়োজেষ্ঠ্যদের সর্বদা শিশুদের সাথে উত্তম ব্যবহার উচিত। শিশুরা সর্বদা অনুসরণ ও অনুকরণ করে, ফলে নিজে ভালো ব্যবহার করে তাদেরকে উত্তম চরিত্র গঠনে সহায়তা করতে হবে। শিশুরা দেশের সবচেয়ে বড় সম্পদ। দেশের উন্নয়ন-অগ্রগতি টেকসই করতে শিশুদের চাহিদা ও উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এভারগ্রীণ জুম বাংলাদেশ ফাউন্ডেশন ও জুম বাংলাদেশ স্কুলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ এপ্রিল বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কচিকাঁচা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের উপদেষ্টা মোঃ তৌফিকুর রহমান এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা এসটি শাহীন প্রধান এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, গিভেন্সি গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক খতিব আবদুল জাহিদ মুকুল, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুস সবুর আসিফ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক জালাল ইউনুস প্রমুখ।
অনুষ্ঠানে এভারগ্রীণ জুম বাংলাদেশ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের উপদেষ্টা রুহুল আমিন সেলিম এর সম্পাদনায় ‘জুম বাংলাদেশ’ নামে প্রকাশিত স্মরণিকায় মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অতিথিদের সাথে নিয়ে জুম বাংলাদেশের সংশ্লিষ্টরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। পরিশেষে স্কুলের শিক্ষার্থী ও জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।