লায়ন মো. গনি মিয়া বাবুল: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, স্বাধীনতাকে অর্থবহ করতে মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতির উন্নয়ন-অগ্রগতির জন্যে স্বাধীনতা অপরিহার্য। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ ও মহোত্তম অর্জন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় এই স্বাধীনতা। স্বাধীনতার লক্ষ্য ছিল সকল মানুষের মানবিক মর্যাদা, সাম্য, ন্যায্যতা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু নানা কারণে দীর্ঘ ৪৭ বছরে স্বাধীনতার লক্ষ্যসমূহ অর্জন করা সম্ভব হয়নি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাধীনতার লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্যে কার্যকরভাবে নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। এই উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে দেশের সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস- ২০১৮ উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার ও সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে ঢাকার বিএফডিসি’র মান্না অডিটরিয়ামে ৩১ মার্চ বিকালে আয়োজিত ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের উপদেষ্টা লায়ন মো. মীযানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিচারপতি শামসুল হুদা, সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, লায়ন জেবিন সুলতানা কান্তা, ছাত্রনেতা এইচ.এম. মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম. শরীফ উদ্দিন অপু। আলোচনা শেষে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।