গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর ঢাকাস্থ সমাধিসৌধে ৫ ডিসেম্বর সকালে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজার প্রাঙ্গণে সমাবেশ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী আজীবন মানুষের মানবিক মর্যাদা, গণতন্ত্র ও মানবতার কল্যাণে রাজনীতি করেছেন। বঙ্গবন্ধু, সোহরাওয়ার্দী, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ অবিচ্ছেদ্য এবং অভিন্ন। সোহরাওয়ার্দী রাজনৈতিক মানবিক গুণাবলীতে উজ্জীবিত একজন অসম্প্রদায়িক মানুষ ছিলেন। নতুন প্রজন্মকে সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করে গড়ে তুলতে হবে। আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক এডভোকেট খান চমন-ই-এলাহী, নির্বাহী সদস্য মোঃ দুলাল মিয়া, মো মাসুদ আলম, সদস্য বিশিষ্ট সুরকার ও গীতিকার ডাঃ কাজী ফারুক বাবুল, কণ্ঠশিল্পী জলি আশরাফী, মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া প্রমুখ।